1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৪

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন সমর্থক আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ১০ জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বোয়ালমারীর গুনবহা গ্রামে জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ ও নাসির বিশ্বাসের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দ্বন্দ্ব চলে আসছিল।

শুক্রবার দুপুর ১২টার দিকে সাবেক কাউন্সিলর ফরিদের ছেলে রাহুল আহমেদ ও নাসির বিশ্বাসের ভাতিজার সঙ্গে স্থানীয় একটি সিঙ্গারার দোকানে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এরপর দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গুণবহা ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর বিশ্বাস বলেন, দুপুরে দুই পক্ষের গ্যাঞ্জামের কথা শুনছি। তবে ঘটনাস্থলে যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, গুণবহা গ্রামে দুপুরে সংঘর্ষের ঘটনা শুনে দুই গাড়ি পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ গিয়ে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করতে পারেনি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট