স্থানীয়রা জানিয়েছেন, নিহতের দুই ছেলে মান্দারতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যাডমন্টিন খেলছিল। সেখানে প্রতিবেশী এলমেছ শেখের দুই ছেলে এসে তাদের মারধর করে মাঠ থেকে বের করে দেয়। পরে আবার কয়েকজনকে সঙ্গে নিয়ে ইউসুফের বাড়িতে হামলা করে। ইউসুফকে বাড়ি থেকে রাস্তায় নিয়ে রড দিয়ে আহত করে।
এ সময় স্থানীয়রা ইউসুফকে উদ্ধার করে ঘিওর উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থা খারাপ হলে মুন্নু হাসপাতাল ও পরে সাভার হাসপাতালে নিয়ে যায়। সেখানে মুত্যু হয় তার।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি তৌফিক আজম।