কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচ নেতাকর্মী।
পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুপক্ষের মধ্যে বিরোধ থেকে তর্কাতর্কির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে রোববার বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ নেতাকর্মী।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম বলেছেন, এ ঘটনা অনাকাঙ্খিত। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টামূলক শাস্তি দাবি করছি।
তাড়াইল থানার ওসি সোহেল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।