1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

এমবিবিএস ডিগ্রি ছাড়াই অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন মুন্সীগঞ্জের তাজুল

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন মুন্সীগঞ্জ সদর আমলী আদালতের এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম। তিনি সামারী ট্রায়ালের মাধ্যমে এই সাজা আরোপ করেন।

রোববার ( ১২ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের ২নং সুপার মার্কেট এলাকায় এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান করায় মোহাম্মদ তাজুল ইসলামকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২২ ধারায় (বিএমডিসি) এর নিবন্ধন ব্যতিত অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রদান করায় ৫ হাজার টাকা অর্থ দণ্ড আরোপ এবং ২৯ ধারায় এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করায় ৫ হাজার টাকা সহ মোট ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়।

অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যাহৃত সীল ও প্যাড জব্দ করা হয় এবং দোষী ব্যাক্তি তাজুল ইসলামকে ইউনানী চিকিৎসার ডিগ্রি থাকায় কেবলমাত্র ইউনানী বিষয়ে চিকিৎসা প্রদানের নির্দেশ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন অপর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, সুপারিন্টেন্ডেন্ট অব ড্রাগস মো: গোলাম মোস্তফা ও মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল।

এ ব্যাপারে সদর আমলি আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জীবন সরকার জানান, এমবিবিএস ডিগ্রি ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসা করায় তাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন বিচারক। সামারী ট্রায়ালের মাধ্যমে এই সাজা আরোপ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট