1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

পিএসএলে কত আয় করবেন রিশাদ-লিটন-নাহিদ

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নাম লিখিয়েছিলেন ৩৯ বাংলাদেশি। দল পেয়েছেন তিনজন— নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। গতিতারকা নাহিদকে গোল্ড ক্যাটাগরিতে টেনেছে পেশোয়ার জালমি এবং লিটন ও রিশাদকে সিলভার ক্যাটাগরিতে নিয়েছে লাহোর কালন্দার্স ও করাচি কিংস। পুরো টুর্নামেন্ট খেলে কে কত টাকা পাবেন, জানেন?

দল পাওয়াদের মাঝে সবচেয়ে বেশি আয় করবেন নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়দের পিএসএল দেয় ৫০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। লিটন ও রিশাদ আছেন সিলভার ক্যাটাগরিতে। তাদের পারিশ্রমিক হবে ২৫ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩০ লাখ টাকা।

আগের বারের তুলনায় এবার পিএসএল কর্তৃপক্ষ খেলোয়াড়দের বেতন-ভাতা বাড়িয়েছে। রিশাদ-নাহিদ-লিটনের আরও আয় করার সুযোগ আছে। ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারসহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে তাদের পকেটে।

গত সোমবার পাকিস্তানের লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয় পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। ১৯ দেশের মোট ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছিলেন। যাদের মাঝে দল পেয়েছে ১১৬ জন। বাংলাদেশিদের মাঝে অবিক্রিত থেকেছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাওহীদ হৃদয়।

পিএসএল-এর দশম সংস্করণ শুরু হবে এপ্রিলের ৮ তারিখ। ৬ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ মে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট