1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

লোহাগাড়ায় ১৭ দোকান পুড়ে ছাই

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে।

বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ সূখছড়ি খালেকিয়া দরবার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোর ৫টায় মার্কেটের একটি জায়গা থেকে আগুন জ্বলতে দেখেন কয়েকজন মুসল্লি। এ সময় তারা চিৎকার করতে থাকলে চারদিক থেকে লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে লোহাগাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা  ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে ২০টি দোকানে আগুন লেগে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার জানান, খবর শুনে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুবেল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

 

ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট