1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

কখনোই অভিনয়ে জড়িয়ে থাকতে চাইনি: আফজাল হোসেন

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। অভিনয়ের সব মাধ্যমেই তার বিচরণ রয়েছে। এর বাইরেও লেখক, চিত্রশিল্পী ও নির্মাতা হিসাবেও তার সুনাম রয়েছে। সম্প্রতি তার অভিনীত দুটি ওটিটি কনটেন্ট মুক্তি পেয়েছে। একটি জন মিল্টন পরিচালিত ওয়েব সিরিজ ‘মেসমেট’। অন্যটি নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’। তবে চার পর্বের ‘২ষ’ সিরিজের ‘অন্তরা’ নামের পর্বটিতে অভিনয় করেছেন এ অভিনেতা। এর আগেও নুহাশের নির্মিত ‘পেটকাটা ষ’ সিরিজেও কাজ করেছিলেন।

এগুলো থেকে কেমন সাড়া পেয়েছেন জানতে চাইলে আফজাল হোসেন বলেন, ‘দুটি সিরিজেই কাজ করে ভালো লেগেছে। দুজন নির্মাতাই তরুণ। তাদের সঙ্গে যুক্ত হতে পারা মানে নিজের আয়ু কিছুটা বৃদ্ধি করা, ভাবনাকে সমৃদ্ধ করা। অভিনয়ের পর কেমন দর্শক সাড়া পাব তা নিয়ে ভাবি না। ভালোলাগার বিষয় হচ্ছে যা বিশেষ, আলাদা কিংবা ভিন্ন এবং সবার আগ্রহ সৃষ্টি করে, তার সঙ্গে আমি জড়িত আছি। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, যারা দেখছেন তারা এ আলাদা কিছুকে সম্মানিত করছেন।’

তাহলে কি এবার ওটিটিতে অভিনয়ে নিয়মিত হবেন? উত্তরে তিনি বলেন, ‘বিষয়টি তেমন নয়। অভিনয় আমার দুর্বলতা। শুরু থেকেই পর্যালোচনা করলে দেখা যাবে আমি কখনোই অভিনয়ে জড়িয়ে থাকতে চাইনি। একসময় শুধু বিটিভি ছিল, তখন সবাই ভালোবেসে কাজ করেছেন। তখন কেউ কেউ ভেবেছেন এটা পেশা হোক, আবার কিছু মানুষ ভেবেছেন এটা পেশা না হোক। ভালোলাগার ও ভালোবাসার জায়গায় থাকুক। আমার কাছে অভিনয় ভালোলাগার ও ভালোবাসার জায়গা। শুধু দর্শকের সামনে আসার জন্য অভিনয় করি না। এটা ব্যক্তিগতভাবে আমার ভালোও লাগে না।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট