ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত একটি পাকিস্তানি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
গ্রামপুলিশের পাহারায় মর্টারশেলটি জনমানব শূন্য নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিরউদ্দিন।
তিনি যুগান্তরকে বলেন, বিপ্লব চৌধুরীর বাড়িতে গাছ লাগানোর জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। এ সময় মাটির গর্তে মর্টারশেলটি দেখতে পান শ্রমিকরা। পরে তিনি আখাউড়া থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ গিয়ে মর্টারশেলটি উদ্ধার করে এবং নিরাপদ স্থানে গ্রামপুলিশের পাহারায় রাখা হয়েছে।