‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র দুইজন সদস্য আহত হয়েছেন! এমনই একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকের মনেই কৌতূহল জাগে। কারণ সেই ছবিতে আহত দুজনের ব্যান্ডেজে রক্তের রঙ দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করতে থাকেন। অবশেষে পুলিশের পক্ষ থেকে জানা গেছে, পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদ চলাকালে বিক্ষোভকারীদের ওপর বুধবারের হামলার ঘটনায় আটক ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র দুইজন আহত নন।
গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এক গণমাধ্যমকে এই কথা জানান। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় পাঠ্যক্রম ও টেক্সটবুক (এনসিটিবি) ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র ব্যানারে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’র দুইজনকে আটক করে পুলিশ। আরিফ আল খবির এবং মো. আব্বাস নামক এই দুইজনের মাথায় ব্যান্ডেজ দেখা গিয়েছিলো এবং তারা আহত হয়েছিলেন বলে দাবি করেছিলেন।