1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

বেশি লাগতে যায়ো না’- তামিমের আচরণ নিয়ে যা বললেন সাব্বির

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই মেজাজ হারাতে দেখা গেছে তামিম ইকবালকে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ফিল্ডার সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেছে তাকে। যেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যা নিয়ে বেশ আলোচনা হয়।

সাব্বিরের সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয়টি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি ফেরত না পাঠিয়ে একটু সামনে ফেলেন সাব্বির। যা দেখে রেগে যান তামিম। এ সময় সাব্বিরকে ঢেকে তাকে বলতে শোনা গেছে, ‘বেশি লাগতে যায়ো না সাব্বির, বেশি লাগতে যায়ো না।’ এরপর আরও কিছু বলেন তামিম। যদিও তা স্পষ্ট শোনা যায়নি।

তামিমের এমন আচরণে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। সাব্বিরের চেয়ে বরং তামিমের দুষ দেখছেন কেউ কেউ। যা নিয়ে এবার কথা বলেছেন সাব্বির।

সাব্বির বলেন, ‘মাঠের মধ্যে যে ঘটনাই হোক, এটা মাঠের মধ্যেই শেষ হয়ে যায় আমাদের। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। রেসপেক্টেড বড় ভাই এবং লেজেন্ড ক্রিকেটার। এরকম ক্রিকেটার বাংলাদেশে আসবে ও না, আমি জানি। ওনার হিট দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আমি ওটা কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। উনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করছি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে। ভবিষ্যতেও ভালো যাবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট