মালয়েশিয়ায় আজ ১৬টি দলের অংশগ্রহণে পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর সেই আসরের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। যেখানে লাল-সবুজের দলের প্রতিপক্ষ নেপাল।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতিটা অবশ্য হয়েছে বেশ। গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব-১৯-টি টোয়েন্টি এশিয়া কাপে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। এরপর টুর্নামেন্টে পা রাখার আগে শ্রীলংকার বিপক্ষেও শেষ দুই ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ।