1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

গাজায় যুদ্ধবিরতি, ট্রাম্পকে কেন ‘কৃতিত্ব’ দিচ্ছে হামাস

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তি এবং পুনর্গঠনের আলোচনার জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কৃতিত্ব দিয়েছে হামাস।

সাক্ষাৎকারে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি, বন্দি বিনিময় এবং গাজার ধ্বংসযজ্ঞ নিয়ে আলোচনা করেছেন তিনি। হামাস নেতা মার্কিন প্রভাব, দীর্ঘমেয়াদী পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের মর্যাদা ও স্বাধীনতা অর্জনে হামাসের ভূমিকা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে, ট্রাম্প দাবি করেছেন, তিনি এবং তার আসন্ন প্রশাসন চাপ সৃষ্টি না করলে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি কখনো হতো না। ইসরাইলের মন্ত্রিসভার অনুমোদন পেলে যুদ্ধবিরতি চুক্তি আগামী রোববার থেকে কার্যকর হবে। এতে ফিলিস্তিনি বন্দি বিনিময় সঙ্গে ইসরাইলি জিম্মি বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। পরে যুদ্ধের স্থায়ী সমাপ্তির শর্তাবলী চূড়ান্ত করা হবে।

দ্বিতীয় মেয়াদে অভিষেকের চারদিন আগে গত বৃহস্পতিবার ড্যান বোঙ্গিনো শোতে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফসহ তার দলের চাপ ছাড়া আলোচনা কখনোই চূড়ান্ত হতো না। তিনি বলেন, ‘আমরা যদি এই চুক্তির সঙ্গে জড়িত না থাকতাম, তাহলে চুক্তি কখনই হতো না।’

তিনি আরও বলেন, ‘আমরা চুক্তির গতিপথ পরিবর্তন করেছি এবং তা দ্রুতই করেছি। সত্যি বলতে আমি দায়িত্ব নেওয়ার আগে এটা একটা ভাল কাজ।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট