1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

ইউরোপ যাওয়ার পথে ‘নৌকাডুবি’, ৪৪ পাকিস্তানির মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ‘ডুবে গেছে’। এতে নৌকাটিতে থাকা ৪৪ জন পাকিস্তানির মৃত্যু হয়েছে।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ওয়াকিং বর্ডার্স ও ভুক্তভোগীদের পরিবারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ওয়াকিং বর্ডার্স বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকাটি পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এতে ৬৬ জন পাকিস্তানি ছিলেন।

ওয়াকিং বর্ডার্সের সিইও হেলেনা ম্যালেনো এক এক্স (সাবেক টুইটার) পোস্টে লেখেন, মরক্কো কর্তৃপক্ষ বুধবার ৩৬ জনকে উদ্ধার করেছে এবং যাদের ‘ডুবে যাওয়ার’ আশঙ্কা করা হচ্ছে তাদের মধ্যে ৪৪ জন পাকিস্তানের নাগরিক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নৌকাটি ১৩ দিন ধরে সমুদ্রে আটকা পড়ে ছিল। তবে, অভিবাসীদের মৃত্যুর কারণ কী তা স্পষ্ট নয়।

তবে, এক এক্স পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ৮০ জন যাত্রী বহনকারী নৌকাটি পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের উপকূলে ‘ডুবে গেছে’।

পোস্টে আরও বলা হয়েছে, ‘পাকিস্তানিসহ বেশ কয়েকজন বেঁচে যাওয়া ব্যক্তি দাখলার কাছে একটি শিবিরে আটকে আছেন। রাবাতে আমাদের দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। এছাড়া পাকিস্তানি নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য দূতাবাসের একটি দল দাখলায় পাঠানো হয়েছে।’

তবে ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, তাদের স্বজনেরা নির্যাতনের কারণে মারা গেছেন। কিন্তু এ নির্যাতনের জন্য তারা কাকে দায়ী করছেন তা স্পষ্ট নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট