অপেক্ষার অবসান ফুরিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্বপ্নসারথি কারা হবে তা জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। আশঙ্কা থাকলেও স্কোয়াডে আছেন জাশপ্রিত বুমরাহ। অনুমিতভাবে ফিরেছেন মোহাম্মদ শামি।
পিঠের চোটে ভোগা বুমরাহকে নিয়ে শঙ্কা আছে। তবে অন্যতম বোলিং অস্ত্রকে নিয়ে ঝুঁকি নেয়নি ভারত। তবে এ মাসে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বুমরাহ বিশ্রামে আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেস বোলিংয়ে তার পার্টনার হবেন মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং। একাধিক স্পিনার রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে দলে আছেন হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজা। ব্যাটিংয়ে কোহলি, রোহিতের সঙ্গ দেবেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, পান্তরা। স্কোয়াডে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজের। দলে দুজন উইকেটরক্ষক রেখেছে ভারত।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় স্কোয়াডরোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, যশস্বী জয়সওয়াল ও আর্শদীপ সিং