1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

বিদেশি তারকার চাওয়া নিয়মিত বিপিএল খেলা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

চলমান বিপিএল খেলতে এসেছেন অ্যারোন জোন্স। খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তবে ব্যাট হাতে নিজের সেরাটা এখনো দিতে পারেননি যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার। সিলেটের ফর্মটাও খুব একটা সুবিধাজনক না। অবস্থা এমন প্লে অফে খেলার সম্ভাবনাও এক প্রকার ক্ষীণ। তবে যুক্তরাষ্ট্রের তারকা ব্যাটার জোন্স অবশ্য আশা ছাড়ছেন না। 

শেষ কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স করেই দলকে প্লে অফে নিয়ে যাওয়ার লক্ষ্য যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটারের। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জোন্স বলেন, ‘সত্যি বলতে এই টুর্নামেন্টে আমাদের এখনও বেশ কয়েকটি ম্যাচ বাকি। আমি মনে করি যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলেই আমরা শেষ চারে পৌঁছাতে পারব।’

নিজেদের দুরাবস্থা নিয়ে সিলেটের এই তারকার মন্তব্য, ‘আমি মনে করি না হারের পেছনে বড় কোনো কারণ আছে। আমি মনে করি আমরা জটিল কিছু অবস্থায় ম্যাচ হেরে গেছি। সম্ভবত কেউ উইকেটে নেমেছে কিন্তু ৩০ রান নিতে পারেনি, সম্ভবত আমরা ১-২টি খারাপ ওভার করেছি বা খারাপ দুই একটা বল করেছি। সত্যি বলতে ক্রিকেট খুবই কঠিন খেলা। তাই বড় কোনো কারণ নেই। আমাদের সম্মিলিতভাবে পারফর্ম করতে হবে এবং ফলাফল নিশ্চিত করতে হবে।’

বিপিএল প্রসঙ্গে এরপরেই নিজের ভাবনা জানান তিনি, ‘আমি এ নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশে এসেছি। আমি খুবই উপভোগ করছি। গতরাতেই আমি একজনকে বলছিলাম যে আমি নিয়মিতই বিপিএলে খেলতে চাই। আমি এমন সমর্থন পছন্দ করছি, ক্রাউড পছন্দ করছি, এখানকার সুযোগ সুবিধা পছন্দ করছি। যেসব দেশ ক্রিকেট খেলে সেগুলো আমার পছন্দ। আমি সেসব দেশে গিয়ে ক্রিকেট খেলতে পছন্দ করি। আমরা অনেক সমর্থন পাই। বিশেষ করে সিলেট স্ট্রাইকার্স। এটা আমাদের জন্য দারুণ। হ্যাঁ আমি এটা উপভোগ করছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট