1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

গণমাধ্যমকে এড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়লেন মার্কিন দূ‌ত

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন ও পররাষ্ট্রস‌চিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন। তবে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এড়িয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়েন মার্কিন দূ‌ত।

রোববার (১৯ জানুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ও স‌চি‌বের স‌ঙ্গে পৃথক সাক্ষাতে মিলিত হন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত।

এদিন, বেলা ৩টার পর প্রটোকল অনুযায়ী প্রথমে পররাষ্ট্রস‌চিব মো. জসীম উদ্দিনের স‌ঙ্গে প্রথম সাক্ষাৎ ক‌রে‌ন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি জ্যাকবসন। প‌রে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেনের স‌ঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ ক‌রেন ট্র্যাসি জ্যাকবসন। দু‌টি সাক্ষাৎ চলে ঘণ্টাব্যাপী। সাক্ষাৎ শে‌ষে মন্ত্রণালয়ে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীরা ট্র্যাসির বক্তব‌্য নেওয়ার চেষ্টা ক‌রেন। কিন্তু গণমাধ্যমের স‌ঙ্গে কথা না ব‌লে চ‌লে যান ট্র্যাসি।

পেশাদার কূটনীতিক ট্র্যাসি জ্যাকবসন তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও কসোভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কূটনীতিক হিসেবে রাশিয়া, ইথিওপিয়া, দক্ষিণ কোরিয়া ও লাটভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন।

২০১৭ সালে কূটনীতিক হিসেবে অবসরে যাওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদে উপনির্বাহী সচিবের পদে কাজ করেছেন। ২০২১ সালে মার্কিন প্রেসিডেন্ট তাকে অবসর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জ্যেষ্ঠ উপদেষ্টা পদে ফিরিয়ে আনেন। ওই বছরই মার্কিন পররাষ্ট্র দপ্তরে আফগানিস্তানসংক্রান্ত টাস্ক ফোর্সের পরিচালক হন ট্র্যাসি জ্যাকবসন। এরপর তাকে ইথিওপিয়ায় দেড় বছরের জন্য ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট