1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

নেটিজেনদের কটাক্ষের শিকার শত্রুঘ্ন সিনহা

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

শত্রুঘ্ন এই পোস্টের শেষে সংযোজন করেন, ‘এই সময় একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। মুম্বাই পুলিশ তাদের কাজ করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যথেষ্ট চিন্তিত এমন ঘটনায়। অহেতুক জল ঘোলা করবে না।’

 

এদিকে অভিনেতা এআই দ্বারা নির্মিত সাইফ-কারিনার ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সাইফ। শেয়ার করা ছবি নিয়ে নেটিজেনরা বেশ কটাক্ষ করেছেন। তাদের দাবি, ‘এমন নকল ছবি দায়িত্বজ্ঞানহীনের মতো পোস্ট করেন কীভাবে?’ যদিও এ প্রসঙ্গে এখনও পালটা কোনও মন্তব্য করেননি অভিনেতা।

প্রসঙ্গত, বুধবার রাতে সাইফের ওপর হামলা হয়। হামলাকারী সাইফকে ছুরি দিয়ে একাধিক বার আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট