স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন, এই লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে যাচ্ছে।
আমিনুল বলেন, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন করেছি। সেই নতুন স্বাধীন স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই।
তিনি আরও বলেন, এই জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের সকল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃনমূল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।
তিনি বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে শুরু করেছি মাত্র, সামনে আস্তে আস্তে আরও অনেক নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপিত হবে এবং এই টুর্নামেন্ট এর শেষে সামনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
ফাইনালে রংপুর বিভাগের সঙ্গে সিলেট বিভাগের খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিসিবি সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কাজী ইউসা মিশু, সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মীর শাহে আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আলম, রাজিন সালে, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর দপ্তর সম্পাদক ইবরাহিম খলিল, জুলাই বিপ্লব এ শহীদ মোহাম্মদ সানী’র পিতা মো. সাঈদ প্রমুখ।