বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে ২৭ জনকে বিভিন্ন বিভাগের সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন ৬০ জন। এদের মধ্যে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন ৪৬ জন এবং মনোনয়ন পেয়েছেন ১৪ জন।
এতে বলা হয়, কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে ১৪ জনকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। পরবর্তীতে তিনি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে ২৭ সদস্যের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট গঠন করেন।
এতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। আর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাবি শিবিরের আলোচিত সদ্য সাবেক সভাপতি সাদিক কায়েম।