1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

বিশ্বকাপের পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশের

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই সিরিজটা জিততেই হবে। এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে দলের শুরুটা ভালো হলো না। সেন্ট কিটসে আজ সিরিজের শুরুর ম্যাচে দলটা হেরেছে ৯ উইকেটে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শুরুটা করেছিল বেশ ভালো। টস হেরে ব্যাট করতে নেমে ২ উইকেট খুইয়ে ১১৫ রান তুলে ফেলেছিল সফরকারীরা। ওপেনার মুরশিদা খাতুন (৪০) ও তিনে নামা শারমিন আক্তার সুপ্তা (৪২) দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন। তবে এরপরই শুরু ধসের।

পঞ্চম উইকেটে সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার একটা ৫৪ রানের জুটি গড়ে দলকে আশা দেখিয়েছিলেন কিছুটা। তবে তাদের ইনিংস বড় হয়নি শেষমেশ। যার ফলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০০ রানের একটু আগে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল হিলি ম্যাথুস ও কিয়ানা জোসেপের জুটিতে উঠে আসে ১৬৩ রান। বোলিংয়ে ২ উইকেট নেওয়া উইন্ডিজ অধিনায়ক হিলি ৯৩ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন। তাতে ভর করেই ১০৯ বল হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর–

বাংলাদেশ– ৫০ ওভারে ১৯৮/৯ (শারমিন ৪২, মুরশিদা ৪০, ডটিন ৩/৪০)।

ওয়েস্ট ইন্ডিজ– ৩১.৪ ওভারে ২০২/১ (ম্যাথুস ১০৪*, জোসেপ ৭০; রাবেয়া ১/৩৮)।

ফল– ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট