1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ায় আরও সহজ হচ্ছে গুগলের ওয়ার্কস্পেস ও ক্লাউড সেবা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপের প্রযুক্তিনির্ভর ব্যবসার সেবা সহজ করতে কাজ করছে গুগল। এবার গুগল ওয়ার্কস্পেস এবং গুগল ক্লাউডের মতো আধুনিক প্রযুক্তিগুলো সহজলভ্য করেছে। যা ব্যবসায়িক দক্ষতা ও উদ্ভাবনে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। এই লক্ষে দক্ষিণ এশিয়ায় গুগলের সেবাগুলো দেবে প্রযুক্তি প্রতিষ্ঠান রেডিংটন লিমিটেড।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ নাটারাজন বলেছেন, ডিজিটাল রূপান্তরকে গতিশীল করে উদীয়মান ও উন্নত মার্কেটের মধ্যে ব্যবধান দূর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গুগল ক্লাউডের সঙ্গে আমাদের অংশীদারত্ব এ প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে।

তিনি বলছেন, আমরা ব্যবসাগুলোকে ক্লাউড প্রযুক্তি গ্রহণে সক্ষম করতে চাই। একই সঙ্গে তাদের কাছে প্রয়োজনীয় উদ্ভাবনী টুলস সরবরাহ করতে বিভিন্ন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ডিজিটাল যুগে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট