1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

রঞ্জিতে রোহিতের অধিনায়ক ভারত দলে জায়গা না পাওয়া তারকা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কড়া বার্তা— সিনিয়র হোন বা জুনিয়র, ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। কোচ গৌতম গম্ভীরও বাড়িয়েছেন চাপ। ফুসরত পেয়ে সেই কারণে রঞ্জি ট্রফিতে খেলতে নামছেন রোহিত শর্মা। ২০১৫ সালের পর আবারও ঘরোয়া এই টুর্নামেন্ট খেলতে নামা রোহিত খেলবেন আজিঙ্কা রাহানের নেতৃত্বে।

ভারতের আপদকালীন সময়ে অধিনায়কত্ব করা রাহানে সবশেষ জাতীয় দলে খেলেছেন প্রায় বছরখানেক আগে। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টেস্টের পর আর জাতীয় দলের বিবেচনায় আনা হয়নি রাহানেকে। এবার তার নেতৃত্বে খেলবেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত। শুধু রোহিতই নয়, জাতীয় দলের হয়ে খেলা শ্রেয়াস আইয়ার, শিবাম দুবে, শার্দুল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালও আছেন একাদশে।

রঞ্জি ট্রফিতে এ মাসের ২৩ তারিখ জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ম্যাচ খেলবে মুম্বাই। ওই দলে গ্রুপ এ-তে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই। পাঁচ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। পরবর্তী রাউন্ডে খেলতে হলে আগামী দুটি ম্যাচেই জিততে হবে মুম্বাইকে। ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জম্মু। ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বরোদা। এই ম্যাচে তাই নতুন চ্যালেঞ্জ মাথায় নিয়ে নামবেন রোহিত।

৩, ৬, ১০, ৩ ও ৯— সংখ্যাগুলো ফোনের ডায়াল নম্বর নয়। এসব টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার সবশেষ পাঁচটি ইনিংস। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এক অঙ্কে পৌঁছে গিয়েছিল ভারতের অধিনায়কের ব্যাটিং গড়। বাদ পড়তে পারেন বুঝে, আগে থেকেই তাই বিশ্রাম নিয়েছিলেন। এবার ফর্ম ফেরাতে বাধ্য হয়ে রোহিত ফিরেছেন রঞ্জিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট