1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

রাজনীতিতে আসছেন বিজয় থালাপতি

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় থালাপতি অন্যতম জনপ্রিয় নায়ক হয়েও তিনি বিনোদন জগত থেকে বিদায় নিচ্ছেন। অভিনেতা মনে করেন, তার কাজ করা উচিত মানুষের জন্য। তাই তিনি নিজের রাজনৈতিক দল গঠন শুরু করেছেন। এর মধ্যে বেশ কিছু জনসভাও করেছেন অভিনেতা। আর তাতে মানুষের অভূতপূর্ব সাড়া দেখা গেছে। ফলে সিনেমা নিয়ে আর বেশি ভাবছেন না থালাপতি বিজয়। এর মধ্যেই শেষ সিনেমার ঘোষণা দিলেন তিনি।

বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছে। বক্স অফিসে একাধিক হিট সিনেমা আছে এই অভিনেতার। সিনেমা জগতে সফল বিজয় এবার সিনেমায় ইতি টানতে চলেছেন। থালাপতি বিজয়ের শেষ সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। আর এরপর শুরু হয় নানান প্রশ্ন। ভক্তরা জানতে চান— সত্যি কি অভিনেতা সিনেমায় ইতি টানবেন, কিন্তু কেন?

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, ক্যারিয়ারে ৬৯তম সিনেমা অভিনেতাকে প্রেক্ষাগৃহে শেষবার দেখা যাবে। সিনেমার নাম ‘জন নায়ক’। বিজয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। এ কারণেই তিনি আর সিনেমা করবেন না। সিনেমাতেও তাই রাজনীতির ছাপ পাওয়া যাচ্ছে। এইচ বিনোদ পরিচালিত ‘জন নায়ক’ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার চরিত্রে।

সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলে ‘জন নায়ক’ সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন থালাপতি বিজয়। সেখানে সাদা পোশাক পরা বহুলোকের সামনে তাকে দেখা গেছে। সেলফি তোলার পোজ নিয়েছেন বিজয়। মানুষের মধ্যে আছেন— এ কথাই বোঝাচ্ছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন সিনেমার সেকেন্ড লুকও দ্রতই আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট