1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

শবে মেরাজে মসজিদে কোরআন তিলাওয়াতের সময় ইমামের মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

চলতি বছরের শবে মেরাজে ইন্দোনেশিয়ায় একটি মসজিদে একজন ইমামের মৃত্যু হয়েছে। শবে মেরাজ উপলক্ষে মসজিদে ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় কোরআন তিলাওয়াত করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ইমাম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই চিত্র দেখা গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভিডিওতে দেখা গেছে, মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে কোরআন তিলাওয়াতের সময় হঠাৎ মাইকসহ পড়ে যান মসজিদের ইমাম। এরপর তার মৃত্যু হয়। এটি ইন্দোনেশিয়ার একটি মসজিদের ঘটনা বলে জানিয়েছে আল জাজিরা।

ইন্দোনেশিয়া বৃহত্তর মুসলিম জনসংখ্যার দেশগুলোর একটি। দেশটিত প্রায় ২৪১ মিলিয়ন মানুষ বাস করে, যাদের অধিকাংশই মুসলিম।

বিভিন্ন ধর্মীয় উৎসবের মতো শবে মেরাজ ও ইসরাকেও সেখানে গুরুত্ব দিয়ে পালন করা হয়। এ দিন দেশটির বিভিন্ন মসজিদে কোরআন তিলাওয়া করা হয়। চলতি বছরের শবে মেরাজে মসজিদে কোরআন তিলাওয়াতের এমন একটি অনুষ্ঠানেই মৃত্যু হয়েছে এই ইমামের।

প্রসঙ্গত, শবে মেরাজ বা মেরাজের রাত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হিজরতের আগে এই ঘটনা সংঘটিত হয়। এই রাতে জিবরাঈল আ.-এর মাধ্যমে রাসূল সা.-কে আসমানে নিয়ে যাওয়া হয়। এক রাতেই তিনি মক্কা থেকে ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস, সাত আসমান, জান্নাত ও জাহান্নাম ভ্রমণ করেন। ভ্রমণ শেষে ফেরার সময় আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মদীর জন্য বিশেষ পুরস্কার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট