1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ফরিদপুর-৪ আসন পুনর্বহালের দাবিতে স্পেনে মতবিনিময়

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে স্পেনে মতবিনিময় সভা করেছে স্পেন প্রবাসী সদরপুর-চর ভদ্রাসনবাসী। 

বুধবার (২৯ জানুয়ারি) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা হয়।

এতে সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সাবেক সদস্য সচিব ইউনুস আলী। বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সহ-সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান।

শুরুতে কুরআন তিলাওয়াত করেন নওশাদ মন্ডল এবং স্বাগত বক্তব্য রাখেন রবিউল হাছান।

বক্তারা বলেন, বর্তমানে ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) নিয়ে গঠিত। এ আসনটি ১৯৭৯ সালের নির্বাচন ব্যতীত ১৯৭৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত সদপুর-চরভদ্রাসন সংসদীয় আসন হিসেবে বহাল ছিল। তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিতে ২০০৮ সালে ১৫৪টি সংসদীয় আসনের সীমানা কাটাছেঁড়া করেছে। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে।

তাই গত ১৬ বছরের বৈষম্য দূর করে দুটি উপজেলার উন্নয়ন ও বরাদ্দের আনুপাতিক হার ঠিক রাখার পাশাপাশি বৈষম্য নিরসনে দেশের অন্যান্য সংসদীয় আসনের সঙ্গে ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) আসন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত মাঝখানে ১৯৭৯ সাল ছাড়া প্রতিটি সংসদীয় নির্বাচনে সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন বহাল ছিল। তবে ২০০৮-এর সংসদীয় নির্বাচনের আগে প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা উপেক্ষা করে শুধু জনসংখ্যাকে গুরুত্ব দেওয়ার নামে ভাঙ্গা উপজেলা যুক্ত করে ফরিদপুর-৪ আসনটি (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নতুন করে বিন্যাস করা হয়। এতে এই অঞ্চলের মানুষের ভৌগোলিক ও আর্থ-সামাজিক অবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট