ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটকদের ছেড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংবাদ কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার মেলায় প্রবেশের নির্ধারিত পাশ না দেখিয়ে জোর করে ঈগলু আইসক্রিম স্টলের এক কর্মচারী প্রবেশ করতে গেলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে পলি নামে এক নারী নিরাপত্তাকর্মীর কান কেটে দেয় ঈগলুর কর্মচারী পুতুল। এ সময় পাশেই লাইভের প্রস্তুতি নিতে থাকা যমুনা টিভির রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয় মোবাইলে ও ক্যামেরাপার্সন আহম্মেদ জুলহাস ভিডিও করতে গেলে ঈগলুর ১৫/২০ কর্মচারী তাদের ওপর চড়াও হয়।
হামলাকারীরা জয়নাল আবেদীন জয়কে এলোপাতাড়ি কিল-ঘুসি মারে। মোবাইল ফোন ও ক্যামেরা ভাঙচুর করে। ধাতব কিছু দিয়ে জয়ের মাথার বাম পাশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঈগলুর স্টোর সহকারী কুমিল্লার আলমগীর সরকারের ছেলে সাকিব হোসেন (২৭), মার্কেটিং ম্যানেজার নাটোরের বলাড়িপাড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মবিন হাসান (২৬), ট্রেড সেলস ম্যানেজার গোপালগঞ্জের কোটালীপাড়া গ্রামের মোশারফ মোল্যার ছেলে বায়েজীদ হাসান (৩১) ও জনি নামে রাজধানীর নিউমার্কেট সিটি শপিং কমপ্লেক্সের শফি ট্রেডিংয়ের কর্মচারীকে আটক করে পুলিশ। পরে ঈগলু আইসক্রিম প্যাভিলিয়ন পুলিশ বন্ধ করে দেয়। কিন্তু পরে তাদের ছেড়ে দিয়ে প্যাভিলিয়নও চালু করে দেয় রহস্যজনক কারণে।