সম্প্রতি যমুনা টিভিতে প্রচারিত এক সংবাদ নিয়ে রাজনৈতিক ভাষণে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। যমুনা টিভিতে প্রচারিত ওই সংবাদ দেখে মধ্যরাতেই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ফোন দেওয়ার কথা বলেন তিনি। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এবার এ বিষয় নিয়ে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র পদপার্থী ইশরাক কথা বলেছেন যুগান্তরের সঙ্গে।
বাড়িটিতে এখনও পানি নিষ্কাশনের কাজ চলছে জানিয়ে ইশরাক বলেন, ‘সেখানে ১০-১২ দিন যাবত টানা কাজ চলছে। তিনটা জায়গায় ব্লকেজ পাওয়া গিয়েছে। সেই ব্লকেজগুলো রিমোভ করার জন্য তারা কাজ করছে। সিটি কর্পোরশেনের কর্মীরা সেখানে কাজ করছে।’
কাজ করতে গিয়ে সমস্যার কথাও জানান ইশরাক, ‘আপনারা জানেন ৫-ই আগস্টের পর বিভিন্ন রাস্তা যেগুলোতে কাজ চলছিল তার মধ্যে অনেক রাস্তার কন্টাকটার পালিয়ে গিয়েছে। কারণ তারা সবাই আওয়ামী দোসর। এখানেও যেই রাস্তাটির সঙ্গে সংযোগ তিনিও পালিয়ে গেছেন। এখন আমরা চেষ্টা করছি সেই কন্টাকটরের সঙ্গে যোগাযোগ করে কাজটা শেষ করার।’
ইশরাক বলেন, ‘এদিকে সিটি কর্পোরেশনের মেয়র নাই। কাজের বিল সে পায় না। বিল না পেলে সে কীভাবে কাজ এগিয়ে নেবে। তারপরও আমাদের নেতা যেহেতু আমাকে নির্দেশ দিয়েছেন আমি এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেছি। যে করেই হোক এই কাজটা আমরা যত দ্রুত সম্ভব সম্পন্ন করে তাকে জানাতে হবে। এখন আমরা জানতে পেরেছি সিটি কর্পোরেশন ও ওয়াসা দ্রুত সময়ে কাজটি শেষ করতে কাজ করছে। এ জন্য আমি যমুনা টিভিকেও ধন্যবাদ দিতে চাই। সেই সঙ্গে যমুনা গ্রুপকেও, কেননা তারা বিষয়টিকে তুলে ধরেছেন।’
এর আগে তারেক রহমান তার ভাষণে বলেন, ‘একটি খবর দেখলাম যমুনা টিভিতে। ঢাকা দক্ষিণের ৩৯ নম্বর ওয়ার্ডের একটি খবর দেখাচ্ছে, যে সেখানে বাসিন্দারা আটকে আছেন বহু দিন যাবত, পানিতে আটকে গেছে, চলাচল করতে পারে না, পানিবন্দি হয়েছে অনেকের ঘরে ঢুকতে পারে না।