1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

সচিবালয়ে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের প্রতিনিধি দল

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

শাহবাগে অবস্থান নেওয়া সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন। সেখানে তাদের স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটের দিকে শাহবাগ থানার একটি পুলিশের গাড়িতে চড়ে তারা রওনা দেন।

প্রতিনিধি দলে রয়েছেন—পিয়াশ তালুকদার, নওরিন আক্তার, জান্নাতুল নাইম, মালা বোস, শামীমা আক্তার, রাশেদ শাহরিয়ার।

সংশ্লিষ্টরা জানান, স্মারকলিপিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জন সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অতিদ্রুত নিয়োগ পুনর্বহাল করার দাবি জানানো হয়েছে।

অবশ্য প্রতিনিধি দল সচিবালয়ে গেলেও এখনও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন অন্যান্য আন্দোলনকারীরা। ব্যানার নিয়ে সড়কে অবস্থান করতে দেখা গেছে। এসময় তাদের ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘হয়তো মোদের যোগদান দিন, নয়তো মোদের জীবন দিন’, ‘থাকার কথা বিদ্যালয়ে, আমরা কেন রাজপথে’, ‘প্রথম ধাপ চাকরি করে, আসরা কেন রাজপথে’, ‘এক নিয়োগে দুই নীতি, মানিনা মানবো না’, ‘একদফা এক দাবি, চাকরি নিয়ে ফিরবো বাড়ি’, ‘আবু সাঈদের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘যোগদান নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘তোদের রায় তোরা নে, আমার চাকরি ফেরত দে’, ‘অবৈধ এই রায়, মানি না মানবো না’, ‘অধিদপ্তর নিরব কেন, প্রশাসন জবাই চাই’ সহ ইত্যাদি বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তারও আগে, গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট