1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৫

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এক ব্যাংকের বাইরে দেহে বোমা আটকানো এক ব্যক্তি বিস্ফোরণ ঘটিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।

দেশটির পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, কুন্দুজ প্রদেশের কাবুল ব্যাংকের একটি শাখার সামনে স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে বোমা হামলা হয়েছে। বিস্ফোরণে ব্যাংকের এক নিরাপত্তা কর্মী মারা গেছেন।

এছাড়া বেসামরিক ব্যক্তি ও আফগানিস্তানের তালেবান শাসক গোষ্ঠীর আরও চার জন ব্যক্তিও ওই হামলায় প্রাণ হারিয়েছেন।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র জুম্মা উদ্দিন খাকাসর জানিয়েছেন, হামলায় অন্তত সাত ব্যক্তি আহত হয়েছেন।

হামলাকারী হিসেবে সন্দেহভাজন কোনো গোষ্ঠীর কথা উল্লেখ করেননি তিনি। এছাড়া কোনো পক্ষ এখনও হামলার দায় স্বীকার করে বক্তব্য দেয়নি।

মার্কিন সেনা প্রত্যাহারের পর ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। এরপর থেকে ইসলামিক স্টেটের আফগান শাখা তালেবানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট