1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে শহীদ শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে তাকে জেলার ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ।

গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ নিষিদ্ধ সংগঠন ইসলামপুর উপজেলা ছাত্রলীগ কমিটির ১নং সদস্য ও ওই উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহনেওয়াজের ছেলে। এছাড়া তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি।

জানা গেছে, সারদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ইসলামপুর থানা পুলিশ। অভিযানে শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গঙ্গাপাড়া এলাকার নিজ বাড়ী থেকে আবু সাঈদ হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়।

ইসলমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে রংপুরে ৩টি হত্যা মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট