
আগামী বুধবার থেকে পাকিস্তান ও দুবাইয়ে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বড় তারকাদের ভিড়ে কিছু অপেক্ষাকৃত কম পরিচিত ক্রিকেটার নিজেদের প্রমাণের দারুণ সুযোগ পাবেন। এই টুর্নামেন্টের ঠিক আগে চলুন জেনে নেওয়া যাক পাঁচজন সম্ভাবনাময় ক্রিকেটার সম্পর্কে, যারা এই ৫০ ওভারের টুর্নামেন্টে আলো ছড়াতে পারেন।
অ্যারন হার্ডি (অস্ট্রেলিয়া)
২৬ বছর বয়সী এই সিম-বোলিং অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে অবসরে যাওয়া মার্কাস স্টয়নিসের জায়গা পেয়েছেন দলে। ডানহাতি এই পেসার ও শক্তিশালী ব্যাটার সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ২-১৩ বোলিং ফিগার নিয়ে নজর কাড়েন এবং পরে ৩২ রান করেন। ২০১৮ সালে ভারত সফরে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আউট করে আলোচনায় আসেন তিনি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অভিষেক হলেও এখনো নিজেকে স্থায়ীভাবে প্রমাণ করতে পারেননি।
উইল ও’রোর্কে (নিউজিল্যান্ড)
১.৯৩ মিটার উচ্চতার এই পেসার মাত্র ২৩ বছর বয়সেই নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। ২০২৩ সালে ওয়ানডে অভিষেক হলেও গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৯ উইকেট নিয়ে সবার নজর কাড়েন। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৪-৪৩ বোলিং ফিগার নিয়ে জয় এনে দেন দলকে। চোটের কারণে বেন সিয়ার্স না থাকায় এবং লকি ফার্গুসন পুরোপুরি ফিট না হওয়ায় ও’রোর্কের ওপরই অনেক দায়িত্ব থাকবে।
বরুণ চক্রবর্তী (ভারত)
এই ৩৩ বছর বয়সী লেগ-স্পিনার ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে অভিষেক করেছেন। টি-টোয়েন্টি সিরিজে ১৪ উইকেট নেওয়ার পর তিনি ভারতীয় দলে জায়গা পেয়েছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২১ উইকেট নিয়ে চ্যাম্পিয়নশিপ জেতার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন বরুণ। ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলেছেন, দুবাইয়ের স্লো উইকেটে তিনি ‘এক্স-ফ্যাক্টর’ হতে পারেন।
তাইয়ুব তাহির (পাকিস্তান)
২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপে ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে পাকিস্তানকে শিরোপা জেতান তাইয়ুব তাহির। ৩১ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখানোর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখনো বড় ইনিংস খেলতে পারেননি, তবে পিএসএলে দুর্দান্ত ব্যাটিং করে ওয়াসিম আকরামের প্রশংসা কুড়িয়েছেন।
টম ব্যান্টন (ইংল্যান্ড)
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন তিনি। ২৬ বছর বয়সী ব্যান্টন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৩৮ রান করে কিছুটা ঝলক দেখান। চোটের কারণে জ্যাকব বেথেল ছিটকে যাওয়ায় তিনি ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন। আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে তিনি ১১ ইনিংসে ৪৯৩ রান করে শীর্ষ ব্যাটসম্যান হয়েছেন, যেখানে দুটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।