1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আগুন, ছোটাছুটি করে প্রাণে বাঁচল রোগী

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নেভানোয় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে ছোটাছুটি করে রোগীদের হাসপাতাল ত্যাগ করতে দেখা যায়।

 

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন লাগা কক্ষ থেকে বাকিদের সরিয়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভবনের ৫ম তলায় রোগীরা চিকিৎসাধীন ছিল। ৯টার পর হঠাৎ একটি বৈদুতিক বাল্ব বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষণিক রোগীরা যে যেভাবে পারে বেরিয়ে যায়। এতে কোনো হতাহত হয়নি।

 

মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম হাসপাতালে উপস্থিত হয়। তবে এর মধ্যেই হাসপাতালে থাকা নির্বাপনের সরঞ্জাম দিয়ে অনেকে আগুন নিভিয়েছে। কক্ষটিতে ৭ জন রোগী ছিল। তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট