1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

লামায় অতিরিক্ত মদপানে যুবকের মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

বান্দরবনের লামার মিরিন্জা পর্যটন এলাকায় অতিরিক্ত মদপানে নুরুল আলম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত মদপানে ওই যুবকের মৃত্যু হয়েছে।

নুরুল আলম লামা পৌরসভার লাইনঝিরি এলাকার হারুণের ছেলে। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে মিরিঞ্জা পর্যটন এলাকার রয়েল হিল রিসোর্টে ছিলেন তিনি।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুল আলম রয়েল হিল রিসোর্ট মালিক রাসেলের ড্রাইভার। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে রিসোর্টে ছিল তিনি।  এ সময় অতিরিক্ত মদপান করেন নুরুল আলম। তার অবস্থা অস্বাভাবিক হলে বন্ধুরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুদ্দিন মো. মুরাদ বলেন, ‘অতিরিক্ত মদপানে নুরুল অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে আনার পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরবর্তীতে লামা থানাকে জাননো হয়।  পুলিশ আসতে দেরি করায় নিহতের বন্ধুরা জোর করে লাশ নিয়ে যায়। ’

 

এ বিষয়ে লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট