1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

১৮ কোটির ঋণ মওকুফ করেছে মোদি সরকার, জবাব দিলেন প্রীতি

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

বলিউডের একসময় পর্দা কাঁপানো অভিনেত্রী প্রীতি জিন্তা। অনেকদিন সিনেমা থেকে দূরে থাকলেও সক্রিয় আছেন ব্যাবসায়িক কাজে, যুক্ত রয়েছেন রাজনীতিতেও। এরই মধ্যে শোনা গেল, প্রীতির একটি বড় অঙ্কের ঋণ নাকি মওকুফ করে দিয়েছে বিজেপি সরকার! আর এমন অভিযোগ চাউর হতেই জবাব দিয়েছেন প্রীতি।

সম্প্রতি কেরালা কংগ্রেস সামাজিক মাধ্যমে অভিযোগ আনে, প্রীতি জিন্তার ১৮ কোটি রুপির ঋণ মওকুফ করে দিয়েছে মোদি সরকার। শুধু তাই নয়, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাকি বিজেপিকে দিয়েছেন প্রীতি; যে কারণেই এ ঋণ মওকুফ!

 

বিষয়টি জানার পর এক বার্তায় প্রীতি জানান, এই খবর সম্পূর্ণ মিথ্যা। দাবি করেন, তিনি নিজেই নিজের উপার্জনের টাকায় লোন পরিশোধ করেছেন।

প্রীতির কথায়, ‘আমি হতবাক যে একটা রাজনৈতিক দল বা তাদের প্রতিনিধি এ ধরনের মিথ্যা খবর প্রচার করছে। আর আমার নাম ও ছবি ব্যবহার করে জঘন্য গসিপ এবং ক্লিকবেটের খেলা চলছে। সবাইকে বলছি, একটা ঋণ আমি নিয়েছিলাম, সেটা শোধও আমি করেছি। তবে সেটা ১০ বছর আগের ঘটনা।’

এই মুহূর্তে লস অ্যাঞ্জেলসে রয়েছেন প্রীতি জিন্তা। বিয়ের পর সেখানেই সংসার পেতেছেন অভিনেত্রী। যদিও নিজ দেশ ভারতেও  দেখা যায় তাকে। কিছুদিন আগেই মহাকুম্ভে ডুব দিয়েছিলেন তিনি। এছাড়াও প্রীতিকে নিয়ে বছরজুড়ে নানা আলোচনা চলতেই থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট