1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের জুয়েল আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সক্রিয় সদস্য জুয়েলকে (২৭) আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের সহকারী পরিদর্শক এসআই রবিউল ইসলাম।

 

তিনি জানান, শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে জুয়েলকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার ছবি গণমাধ্যমে প্রকাশ করতে একটু সময় নেওয়া হয়েছে।

 

আটক জুয়েল আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামের বাসিন্দা। ওই শহরের বাইপাস এলাকার মোটরসাইকেল ওয়ার্শপের মেকানিক দোকান করেন জুয়েল।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম রাউজান থানার বাসিন্দা মামুন (৩৫) মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন। গত ২৭ জানুয়ারি এক যাত্রী নিয়ে হাটহাজারী উপজেলায় যাওয়ার পথে কৌশলে বিষাক্ত কেমিক্যাল (‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত) তার নাকের কাছে দিয়ে স্মৃতিভ্রম করেন। পরে তার কথামতো মামুন নিজেই প্রতারকের হাতে তুলে দেন তার রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ও তার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর তা নিয়ে দ্রুত সরে যান প্রতারক।

 

গোয়েন্দা পুলিশ জানায়, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে ডিবি পুলিশ। ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন সূত্র ধরে আসামিদের নাম ও ঠিকানা শনাক্ত করা হয়। পরে আখাউড়া থেকে আটক করা হয় জুয়েলকে। এ সময় তার দেওয়া জবানবন্দি অনুযায়ী অভিযান চালিয়ে ৩টি মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, দেশের বিভিন্ন জায়গা থেকে এ চক্রের হোতারা ভয়াবহ মাদক (স্কোপোলামিন, ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস) নাকের কাছে ধরে স্মৃতিভ্রম করে মোটরসাইকেল লুট করে। আখাউড়া নারায়নপুর গ্রামের রাব্বি গাড়িগুলো নিয়ে জুয়েলের মোটরসাইকেল ওয়ার্কশপে নিয়ে যেতেন। সেখানে চেসিস নম্বর ও কিছু মালামাল পরিবর্তন করে ভারতীয় টানা মোটরসাইকেল বলে অন্য জায়গায় বিক্রি করে দিতেন।

 

ডিবি কর্মকর্তা বলেন, ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য রাব্বি পলাতক থাকলেও তার ভাই হৃদয়কে জিম্মি করে ৩টি বাইকসহ জুয়েলকে হাতেনাতে আটক করা হয়েছে। সবকটি মোটরসাইকেলই ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে লুটে নেওয়া হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট