1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

পিরোজপুরে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে জেলার ইন্দুরকানী থানার এক এসআই, দুই এএসআই এবং দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

 

এ ঘটনায় এসআই পলাশ সাহা, এএসআই মোহাম্মদ আলমগীর হোসেন, এএসআই মো. রুহুল আমিন, কনস্টেবল মোহাম্মদ আল মামুন ও কনস্টেবল মো. রেজাউল করিমকে প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

 

বুধবার রাতে দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তিনি জানান, সোমবার বিকালে বিস্ফোরক মামলার আসামি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খান একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। তখন থানা পুলিশ সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা হেলাল খানকে গ্রেফতার করে।

 

পরে আওয়ামী লীগ নেতা হেলাল খানের গ্রেফতারের সংবাদ শুনে পুলিশের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে জোরপূর্বক হেলাল খানকে ছিনিয়ে নেন।

 

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট