চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ওসমান গনিকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২ মার্চ) নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়ন এলাকায়। তার বাবার নাম আফছার উদ্দিন।
র্যাব জানায়, ২০১০ সালের ২৯ জুন ওসমান গনির বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড হয়। বিচারিক প্রক্রিয়া শেষে আসামি ওসমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন আসামি ওসমান গনি।
চট্টগ্রাম র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১৪ বছর চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন ওসমান। সবশেষ দক্ষিণ হালিশহর এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। রোববার বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায়ও নারী নির্যাতন দমন আইনের মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।