1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

রাজউক চেয়ারম্যানের দুর্নীতি অনুসন্ধানে দুদক, ৩ সদস্যের টিম গঠন

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।

দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে গত ২৭ ফেব্রুয়ারি এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সোমবার (৩ মার্চ) তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দুদকের একটি চিঠি সূত্রে জানা যায়, এ বিষয়ে অনুসন্ধান করতে দুদকের পরিচালক আবুল হাসনাতকে টিম প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন- সহকারী পরিচালক বিষাণ ঘোষ ও উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।

রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন তিনি (মো. ছিদ্দিকুর রহমান)। এছাড়া তার বিরুদ্ধে নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এরইমধ্যে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মো. ছিদ্দিকুর রহমান সরকার ঢাকা পোস্টকে বলেন, আমার বিরুদ্ধে একটি পক্ষ অভিযোগ করতে পারে। আমার জানামতে আমি যথাযথভাবে কাজ করেছি। আমার সম্পদ ওইভাবে কিছু নেই। আর দুর্নীতির কংক্রিট তথ্য হলে জানতাম। রাজউকের কিছু লোক আমার বিরুদ্ধে কাজ করছে, তারা হয়ত কিছু করতে চায়। দেখা যাক সামনে কি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট