1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

মা হওয়ার আপ্রাণ চেষ্টা অভিনেত্রীর, ঘটল অলৌকিক ঘটনা!

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ভারতের শোবিজ অঙ্গনে সিংগেল অবস্থায় সন্তান দত্তক নিয়েছেন অনেক অভিনেত্রীই। তাদের মধ্যে রয়েছেন রাবিনা ট্যান্ডন, সুস্মিতা দেন, শ্রীলিলা-এমন কিছু অভিনেত্রী। এর মধ্যে সুস্মিতা ও রাবিনার সন্তানরা বড় হয়ে গেছে। আবার কিছু তারকারা আছেন, যারা সন্তান নেননি, তবে সারোগেসির মাধ্যমে সন্তান এনেছেন।

সেদেশের তারকা অঙ্গন থেকে এবার এমন একজনেরই খোঁজ মিলল, যিনি মা হতে হাজার চেষ্টা করেছেন। বিয়ের অনেক বছর অর্থাৎ ১১ বছর কেটে গেলেও মা হতে পারেননি। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ট্রিটমেন্ট ও করিয়েছেন সেই অভিনেত্রী। এরপর তার সঙ্গে ঘটল এক অলৌকিক ঘটনা! এর ফলে ৭ মাসে ২ বার মা হয়েছেন তিনি।

এ ঘটনায় সেই অভিনেত্রী ও তার স্বামী দুজনই খুব খুশি। অবশ্য এ জন্য নাকি তাদের অনেক কটাক্ষের মুখেও পড়তে হয়েছে।

 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে সেই অভিনেত্রীর সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে। অভিনেত্রীর নাম দেবিনা বনার্জি। তিনি আইভিএফ ট্রিটমেন্টের মাধ্যমে মা হয়েছেন। উল্লেখ্য, এই অভিনেত্রী প্রথম এপ্রিল ২০২২-এ বড় মেয়ে লিয়ানাকে জন্ম দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট