1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন

সেনা মহড়ার ৮ বোমা গিয়ে পড়ল আবাসিকে, অতঃপর যা ঘটল

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সামরিক মহড়ার সময় যুদ্ধবিমান থেকে আটটি বোমা আবাসিক এলাকায় গিয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

 

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, লাইভ ফায়ার মিলিটারি ড্রিলের সময় একটি সামরিক জেট বিমান থেকে আটটি বোমা বেসামরিক এলাকায় গিয়ে পড়ে। এটা দুর্ঘটনা।

 

বিমানবাহিনীর পক্ষ থেকে আরও বলা হয়েছে, আটটি এমকে ৮২ বোমা বিমানবাহিনীর কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে অস্বাভাবিকভাবে রিলিজ হয়ে যায়। এর ফলে সাধারণ মানুষ হতাহত হয়েছেন। এর জন্য বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করছে।

 

সিউলের উত্তর-পূর্বে ৪০ কিলোমিটার দূরে পোচেনে এ ঘটনা ঘটেছে। এই জায়গাটি উত্তর কোরিয়ার সীমান্তের কাছে।

 

ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ায় এ ঘটনা ঘটেছে। একটি গ্রামে গিয়ে বোমা পড়ে। সেখানে কয়েকটি বাড়ি ও একটি চার্চ ক্ষতিগ্রস্ত হয়।

 

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে লাইভ ফায়ার ড্রিল করবে। আগামী সপ্তাহে দুই দেশের বার্ষিক সেনা মহড়ার আগে এই মহড়া হবে।

 

তবে বোমা নিয়ে মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট