1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

পশ্চিম তীরের পরিস্থিতি ‘গভীর উদ্বেগজনক’: জাতিসংঘ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলমান পরিস্থিতিকে ‘গভীর উদ্বেগজনক’ বলে জানিয়েছে জাতিসংঘ। বৈশ্বিক এই সংস্থাটির মতে, আন্তর্জাতিক আইনকে সর্বদা সম্মান করা উচিত এবং বেমারিক নাগরিকদেরকেও সুরক্ষা দেওয়া উচিত।

শুক্রবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

 

বার্তাসংস্থাটি বলছে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতির অবনতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

সাংবাদিকদের তিনি বলেন, “বিশেষ করে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আমাদের মানবিক সহকর্মীরা সতর্ক করছেন যে— পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। অংশীদাররা আমাদের বলছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযানের কারণে তারা যা দেখছেন তা হলো— বাস্তুচ্যুতি থেকে শুরু করে ভেঙে পড়া বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পর্যন্ত দুর্দশা।”

 

তিনি আরও বলেন, সর্বদা আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার কথাই জাতিসংঘ জোর দিয়ে বলে।

গাজা উপত্যকা সম্পর্কে ডুজারিক বলেন, জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলছে— দেরি না করে সাহায্য প্রবাহ পুনরায় শুরু না হলে সেখানে “ইতোমধ্যেই বিদ্যমান বিপর্যয়কর” পরিস্থিতির অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে।

 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীর জুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে ৯৩০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৭ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

গত বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দীর্ঘস্থায়ী দখলদারিত্বকে অবৈধ বলে ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত বসতি খালি করার আহ্বান জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট